দেখলাম সেদিন চেয়ে —
কাকুর মাথার উপর ছোট্ট সোনা
চলেছে ছাতা ধরে পথ বেয়ে।

দেখে মনেতে লেগেছে চোট—
কাকু কি তবে লোভ দেখিয়ে
দিতে চেয়েছে কি বড় নোট?

বয়েছে চৈত্র দগ্ধ খরা—
উচিৎ কি নয় সোনামনির মাথায়
কাকুকে ছাতা ধরা?

হায়রে মানবতা! —
ছোট্ট ভাতিজা লম্বা কাকুর
মাথায় ধরেছে ছাতা।

মনে মনে ভাবে সোনা—
কাকু যাবে কবে বিরক্তিতে তার
শুরু হলো দিন গুনা।

কাকু বারে বারে কয়—
আমার আদেশ না শুনলে
তুমি নয় গুড বয়।

কাকু সুস্থ সবল দেহে—
ভাতিজার সেবা পাবে বলে
অবিরাম থাকে পথ পানে চেয়ে।

     *** সমাপ্ত ***
        রচনা কাল ঃ
      ০১/০৪/২০২৫ ইং