ইচ্ছে হয় ঘুড়ি হয়ে
আকাশ পানে উড়তে,
ইচ্ছে হয় পাখি হয়ে
ডানা মেলে ভাসতে।
ইচ্ছে হয় মালী হয়ে
বাগানে ফুল তুলতে,
ইচ্ছে হয় শৈশবের
দিনগুলো ফিরে পাইতে।
ইচ্ছে হয় নদী তটে
ঢেউ গুলো গুনতে,
ইচ্ছে হয় সারাক্ষণ
পাখির গুঞ্জন শুনতে।