সময়ের বিষাক্ত বিষে আসক্ত
নেশাখোর দূর্নীতিবাজদের দৌড়াত্বে
উচ্ছিষ্ট হতে থাকা . . . বাংলার মাটি।
দ্রব্যমূল্যের সংকর চাহিদার সাথে ,
বন্যার জোয়ারে উন্নয়নের ভাঙ্গা বাঁধ !
সাথে থাকা সুবিধাবাদি বুদ্ধিজীবিদের;
অর্থনৈতিক উন্নয়নের সূচকের সুই এর ফোড়!
সাধারণ মানুষের জীবন যেন ,
হাপরের বাতাসে . . . জলন্ত কয়লার কষ্ট
বুকের মাঝে দগ্ধতার আর্তনাদ !
নাভীশ্বাস যেন লজ্জায় আত্মহত্যা করে,
যখন দ্যাখে,
সাধারণ মানুষের মাথা ঘামে না;
পায়ের তলা ঘামতে থাকে ।
উন্নয়নের ফ্যানাতোলা ল্যাংটা রাজনীতিবীদরা;
দেশটাকে নিজের বাপের ভিটা ভেবে,
যাচ্ছেতাই . . . ছ্যারা ভ্যাড়া করে;
আতারি বাতারী শাকও চিবিয়ে খেতে ছাড়ে না ।
সহ্যকরা যেন ধৈর্য্যরে স্বাবাভিকতা,
সাধারণ মানুষ সাধারণ থাকবে . . .!
মেনে নেওয়া কখনই সম্ভব না কখনই . . . না ।
দ্বিধার দন্ধে দ্বিভক্ত সময়,
আগত সময় যেন . . .
আতঙ্ক গ্রস্থ নিরাশার কালচিটে চাহনীতে,
বিমূর্ত হিংস্রতার কুৎসিত ভঙ্গিতে,
খাবলে খাবলে ধরে খাবে
বাংলার মাটির দলা ।
এখনই সময় . . .
এখনই শেষ সময় . . .
এখনই সর্বশেষ সময় . . .
এই নব্যভন্ড দেশপ্রেমী রাজাকারদের,
জ্যান্ত পুড়িয়ে মারা
৭১’ এর স্বাধীনতার বিপ্লবীদের জীবন্ত জ্যান্ত আগুনে. . .