যান্ত্রিক চক্রবদ্ধ সময়ের ধোয়াটে জালে,
বুনতে থাকা সময়ের ইতিবৃত্ত গুলো
কেন যেন ... ?
আজ সময়ের প্রান্তে এসে ,
রক্তিম পূর্নিমা বিবর্ণ কুয়াশার মাঝে
বিমর্ষতার ক্লান্তিতে ঝিমাতে থাকে
হলদে অশ্বত্থ পাতার ছায়াতে!
কঙকালসার অশ্বত্থের সাথে,
সময়ের বন্ধুত্বতা এতটাই নিবির
তবে কেন ধ্যান না ভাঙ্গা বুদ্ধের চিন্তার ভাজের মাঝে
বিন্দু বিন্দু ঘামের সজীবতায় কি ভাবে বেচে আছে মূল শিকড়?
আমাদের শি...ক...ড়.... !
প্রশ্ন অজস্র.......
উত্তর নির্বাক শূণ্য বধিরতা!
অপলক বিভ্রান্ত চোখ আজ কেন
চিন্তাশ্রমে ঘেমে একাকার ?
ভরা কুয়াশার জোসনার ছায়ার সাথে!
৯/১০/২০১৫