উদ্দেশ্যহীন যাত্রাপথের সবুজ ধারার পথে এসে,
সবুজ মরীচিকার মাঝে বিমূর্ত নগ্ন ক্লান্তিবোধ গুলো . .
রোদ পোহাতে ব্যস্ত দূর্বাফুলের ছায়াতে এসে।
ক্লান্ত চোখের নিভু নিভু পুলক মাদকতার
নির্ঘুম নেশা নেশা শান্তির শ্বাসপ্রশ্বাসের শব্দ গুলো
নীল ঘন্ট হয়ে লতিয়ে বেড়ে উঠতে থাকে . . .
ঝুলে থাকা অশ্বথ বাকল ধরে ধরে...
রোদেলা বাতাসে দোলে দুলতে থাকা
নীলঘন্টের পাপড়িতে ,
মায়ারাণী প্রজাপতির ধ্যান!
আমার ফিরে তাকিয় থাকার এক দৃষ্টিতে,
মায়ারাণীর সুদীর্ঘতার ধ্যানস্ত চাহণীতে
গভীর নীল সমুদ্রের জোনাক জোসনার উৎসব!
থমেক থাকা সাময়িক মুহূর্তে.... !
উদ্দেশ্যহীন গন্তব্যের ইতিতে এসে,
অশ্বত্থ পাতার সবুজ রিনি রিনি শব্দ যেন সাগর ঢেও হয়ে
নীলাভ জোসনার বিকালের রোদের ..... ছায়ার সাথে
বেচে থাকতে থাকা .....
মায়ারাণী প্রজাপতির চোখ হয়ে !