প্রস্তুতীবিহীন যাত্রার পথে,
চিন্তার মন্থর গতিময়তার সময়ের
স্বাচ্ছন্দ্য ছন্দ গুলো . . .
কিংকর্তব্যবিমূঢ় হতাশার মেঘের গর্জন !
বৃষ্টি বিহীন ক্ষ রা রৌদ্রের উত্তাপে ভিজতে থাকা
কপালের ভাজে . . . .
চিন্তার নিঃস্ফল শিশির বিন্দুতে নোনা বালির স্তর !

শূন্য . . . শুন্য . . . শূন্যতায় হলদে সরিষার দানার
ছড়িয়ে ছিটিয়ে থাকা বীজগুলো ক্ষরক্ষরে ক্ষরা মাটিতে,
বাতাসের সাথে গড়াগড়ি করতে থাকা মুহূর্ত গুলোতে,
প্রজাপতির নিস্ফলক চাহনীর . . . মৃয়মান চোখের পাতাতে
হলদে অশ্বত্থ পাতার ছায়া !

হতাশা গুলোর মাঝে,
রূগ্ন কঙ্কালসার শরীরের চামড়ার শেষ বয়সের ভাঁজ গুলো
যৌবন সময়ের বস বাসের প্রস্তুতি !

কদাকার কালশিটে স্যাঁতসেঁতে শেওলা জমা জীবনের শিলা লিপিতে
সময়ের সোনালী জীবনের ইতিবৃত্ত খুঁজতে থাকা . . .
খুবই মর্মান্তিক হাস্যকর তাচ্ছিল্যে ও শব্দ বান  সাহসী দের কাছ থেকে !

হীনমন্যতা র বিষন্ন করুন পরিণতি !
কেন দেখেও শেখা হলো না ?
ঠেকে শিক্ষা পেতে হচ্ছে . . . সময়ের চক্রের রাহুর দশাতে . . .

তিন মাথা এক হয়ে, ঝিম ধরে বসে থাকার সময়ে,
নদীর জোয়ারের প্রতিকূল স্রোতের ছোট ছোট মায়া মাছের ঝাঁক
এগোতে থাকার অবিরত প্রচেষ্টা,
আর আমির বর্তমান বাস্তবতা . . .!

কাপুনী ঝাড়া দিয়ে . . সজোরে দৌড়াতে থাকা . . .
নদীর কিনারা ধরে, হাঁপিয়ে না উঠা পর্যন্ত !
আবার নদীতে ঝাপ দেওয়া . . . সাঁতরাতে থাকা . . .
স্রোত বিপরীতে মায়া মাছ হয়ে . . . .
ডুব সাঁতার খেলা . . . ভেসে ভেসে সাঁতরানো . . . মুহূর্তে . ..
কিছু ক্ষন আগে মান্দার ছায়ার নিচে ; বিগত আঁমি !
বর্তমান আঁমি কে নদীর জলে বিসর্জন দিয়ে . . .
আরো প্রানউচ্ছ¦ল . . . যৌবন গতির উষ্ণতা তে,
সবুজ স্নানোৎসব শেষে . . .
আমার ; আমি বিহীন অনুভূতিতে . . . নতুন জীবনের পথে।