আশাহীন . . . !
স্বপ্নহীন. . . !
স্বপ্ন দেখাটাও যেন. . . অবাস্তবতার র্জীবন !
সর্ব আতঙ্কগ্রস্ত . . . সময়ের দীর্ঘমেয়াদী.. ভাব !
হতাশার সর্বনিন্ম শূণ্যতার প্রান্তে. . . ;
শব্দহীন . . . . গাঢ় সবুজ চাহনীতে
বাকরুদ্ধতার দীর্ঘশ্বাস. . . !
ভাষার কি শব্দ ব্যবহার করবো . . .?
যাদের কারণে . . . যার কারণে . . .
টেকনাফের নীল সবুজ ভূস্বর্গ . . . রোহিঙ্গা উদ্বাস্তুু জীবন !
ঘৃনা হচ্ছে . . . ভাষার শব্দের অপব্যবহার করতে ;
লেখার অক্ষর গুলো থমকে থাকে . . .
তবুও লিখতে হয় . . .
কসাই এবং ডাইনীর গল্প শুনেছি. . . রূপকথার বইতে,
আর এখন জলজ্যান্ত সাক্ষাত..
কসাইরাক্ষুসী মায়ানমারের ডাইনী
যে কিনা . . .
জ্যান্ত রোহিঙ্গা শিশুদের তাজা রক্তে তার প্রতিদিনের স্নান !
চুলের ক্ষোপাতে যে ফুলের থোকা... সেটাও নাকি.. সেই রক্তের স্নানে!
কি সুন্দর !
চুলের ক্ষোপাতে... রক্ত ভেজা ফুলের থোকা গেঁথে
হাসি খুশি স্বাভাবিক ভাবে. . .
বিশ্ব শান্তির দূত হয়ে. . বিশ্ব শান্তির মঞ্চে!
মানবতাবোধের বাণী !
তার কথা . . . চোখ কান এক করে...
চুপচাপ লক্ষী সোনা হয়ে শুনতে থাকে
বিশ্ব শান্তির নাম ধারী বিশ্ব বেহায়া নেতা গুলো !