এ্যাকাবেকা পরে থাকা শুকনা বাবলার ডালে বসে ,
পানিতে নিজের ছায়ার সাথে .. . মাছের ঝাকের চাঞ্চচল্যতার ঢেওয়ে,
ছায়াকে সাথে নিয়ে সাতরাতে থাকা...।
সামনের প্রতিটি ঢেওয়ের মাঝের প্রান্তে,
সূর্য্যদূতিতে...
সূর্য্য ধরা!সূর্য্য ধরা !খেলতে থাকা...
বাতাসের ঢেওয়ে ভেসে আসা মেঘ সূর্য্য ঢেকে দেওয়ার আনন্দে
যেন সূর্য্যকে ছুতে পারা..!
আবার রং বৃষ্টি রোদে..
সূর্য্য পাপড়িতে নূপূর শব্দ!
কেমন যেন ...! কেন..পরিচিত হাটার শব্দ স্পর্শে!!
চিন্তার অবয়িক রুপান্তরের ঘোর ঘোর নেশার ঘোরে..
উচ্ছ্বাস উচ্ছল স্বাধীন ডানার স্বাধীনতার সাথে
মেঘরাণী প্রজাপতির রংরেনু কুরাতে থাকা...
সাতরাতে থাকা সময়ের ক্লান্তিতে...বিশ্রাম..
বালি ঢেওয়ে..!
ঘুম ঘুম ঘুমিয়ে কাদা হয়ে থাকার সময়ে
মেঘরাণীর ডানা লাইরি হয়ে .. বিলাতে থাকে..
বালি জড়ানো মাটির দেলে।