আমাদের স্বপ্ন গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে,
সবুজ মানচিত্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে. . .

তমালের ছায়ার নিচে, ক্লান্তির অবসাদের শেষে,
নতুন জীবনের স্বাদ নিতে থাকা . . .
সাহস গুলো জেগে উঠতে থাকে . . .
কচি পাতার মাঝ থেকে,
উঁকি দেওয়া নতুন শাপলা কুড়ির সাথে।

ব্যস্ত বাস্তবতার স্বাধীন জীবনের,
স্পর্শ নিতে চাই,
গান শুনতে চাই,
আবেগের  জন্য,সুগন্ধ ছড়াতে চাই . . . .!

নিজস্বতার জাতীয়তার স্বকীয়তা বোধের
দৃঢ়স্থির অবস্থায়. . .
জীবন স্বাধীনতা বোধে. . .