শ্রাবণ মানচিত্রে,
মিশ্র চেতনার সংমিশ্রণে . . .
জেগে থাকার উন্মুক্ত অত্মপ্রত্যয়ের ভূমির চাষাবাদ
সহযোগিদের সহযোগিতার ঐক্যবদ্ধতা . . .

জীবন!
জীবিকা!
স্বপ্ন থেকে বাস্তবয়নের প্রয়োগিক পথে
অজানা গন্তব্যে যাত্রা!
জীবন কৌশলের আবহাওয়ার হাতিয়ার নিয়ে . . .

অন্ধকার দূর করতে . . . করতে . . . ক. . র. . .তে . . .
চলন্ত গতিশীল পথ রেখা,
সবুজ মানচিত্রকে ছাড়িয়ে . . .

নতুন গন্তব্যের . . . . অবশেষের শেষে এসে,
আবার থমকে যাওয়া!
বিগত পথ!
অভিন্নতার দৃষ্টি ভঙ্গী
অরণ্য প্রজন্ম বেঁচে থাকুক. . .
পাপড়ি আর প্রজাপতির ধ্যানে . . .