কবিতার অক্ষর গুলো নিঃসঙ্গতায় ভূগছে
হতাশা বোধের উদ্বিগ্নতায় নুয়ে পরে যাচ্ছে . . .
শ্রাবণ রৌদ্রের মেঘে!

ক্লান্ত অবসাদে,
কদম ডালে বসে থাকা কোকিল
ক্ষীন মৃয়মান সুরে . . . ডাকছে . . . বর্ষা বসন্তকে!

দাড়কাক আর ময়ূরদের
জীবন্ত গরুদের শুকনো ঘাসের মাঠে . . . .
তীক্ষ্ণ দৃষ্টিতে . . . .
বক ধার্মিক হয়ে বসে আছে!

সবুজ টিয়া . . . কঙ্কালসার ঘাসফড়িং এর সাথে
জীবন যুদ্ধের . . . মেঘের কামনায়,
শ্রাবণ বিপ্লবের পানে চেয়ে আছে . . . . .