নিঃসংঙ্গ মুহুর্তগুলো একান্ত ব্যক্তিগত
ঘটে যাওয়া মুহুর্তগুলোর . . . . বাস্তবতা
জীবন্ত চাহনীর মাঝে,
আলোছায়ার ভাঁজ!
গম্ভীর স্থির নিরব পূর্নিমার প্রতিবিম্বে,
পরিপ্রেক্ষিত আস্থির মেঘ
উদ্দেশ্যহীন হতে থাকে. . .
ও্েহা! ওরাতো কোন খানে সম্মিলিত হয়
তাহলে আমাদের চিন্তার মনোকল্পনা
এরাও কি দলবদ্ধ হতে পারে না?
জীবনের জীবন্ত ভিন্নতার আবেগ . . . . ব্যতিক্রম
তবে গন্তব্য কেন্দ্র একই কেন?
শুন্যতার ঘুমন্ত অনুভব জেগে উঠতে থাকে . .
তবে এর শেষ পরিনতি?
বাস্তবতার অবস্থানে . . . . বাস্তবতার সাথে দ্বন্দ্ব
অতঃপর মেনে নেওয়া . . . . না মানিয়ে নেওয়ার অহংবোধ
হেরে যাব তবে মাথা নত . . . .হু হু . . না !
হীনমন্যতা কাজ . . . করে কেন?
মানিয়ে নিলে তো ভালোই হতো . .
দীর্ঘশ্বাসের সাথে উপচে আসা চোখের পানির সাথে . . .
সমুদ্র ঢেওয়ে কান্নার শব্দ!
নিঃসঙ্গ শঙ্খ চিলের স্বাধীন জীবনে. . .