বিবর্ণ সময়ের ছায়ারা;
অন্ধকার সময়ের মানচিত্রের সামনে এসে,
শক্তিহীন অথরবতাময় মুমূর্ষ,
অস্পষ্টতাময় ভাবনাশূণ্যতার গাঢ় বিষন্নতার শেষে . . .
ভাবতে থাকে. . . .
সমঝোতা করে আর কত দিন ?
চলে যাওয়া . . . খুবই স্বাভাবিক প্রক্রিয়ায় কাপুরুষতা!
না কি . . . ? আষাঢ়ের লাল বৃষ্টিতে রক্তাত্বের প্লাবণ . . .
চলমান ঘুনে পোকার শাসন ব্যবস্থাতে!
সবুজ প্রজন্মের দুপূর সূর্য্য . . . সম্প্রসারণ . . .
বিস্তৃত হতে হতে . . . . সমগ্র মানচিত্রে,
৭১-বাস্তবতাতে,
ঘুনে পোকার সংসার নিচিহ্ন করতে থাকে . . . অবিরত . . . . .