প্রশ্ন যখন জাগে যবে
বিশ্বয়ে এই মনে
আকাশ এত বিশাল কেন
তুল্য সাগর সনে ?
তারা কেন শত শত
জ্বলছে রাতের বেলায় ?
গ্রহ আর নক্ষত্র
দূর আকাশের মেলায় ?
ফুলে কেন ভিন্ন সুবাস
হরেক রঙের বাহার ?
প্রজাপ্রতি আর পাখির
পাখেও রঙের সমাহার ?
একই কক্ষে চাঁদ সূর্যের
উদয় প্রতিদিন
দিনের শেষে রাত্রি আসে
আলো-আঁধারে বিলীন l
ঋতুর শেষে আরেক ঋতু
নতুন নতুন সাজে
বাতাস কেন ভিন্ন সুরে
বয় যে মাঝে মাঝে ?
শস্য-ফলে ভিন্ন স্বাদে
বিধাতারই দানে
সৃষ্টি মাঝে ঘুচে ভেদাভেদ
ভালবাসারই টানে l
'স্বপ্নের অভিলাষে' প্রকাশিত একুশে বইমেলা ২০১৫, থেকে সংকলিত