তোমাতে ময়ুরের পেঁখমের অবারিত
সৌন্দর্য, তোমাতে মৃত্যু আমার তোমাতেই
জয় l তোমাতেই আমার কল্পনার স্থিতি থেমে
যায় দারুন উল্লাসে l রঙিন মনের জমাট
ভালবাসা আর সপ্নের মিলনে l সাগরের
বিরামতাকেও হার মানায় l আমি পিছলে পড়ে
যাই পৃথিবীর মঞ্চে l মুখ থুবড়ে পড়ে রক্তাক্ত
আমার স্বপ্নে যেন বিভীষিকার হাতছানি l অন্ধকারে
বিলীন হয় প্রজাপ্রতির পাখনায় বাঁধা আমার সপ্নীল
মুহুর্তগুলো, কিশোরী থেকে আজ অব্দি অতি যত্নে
আগলে রাখা আমার পৃথিবী l আমি সপ্নের মাঝে
খুঁজি তোমার বিচলিত বিচরণ l
আমার আমি, হৃদপিন্ড এবং আমার মন
এই তিনে মিলে আমি মানবী, তোমায়
ছুঁতে বললাম আমার হাত, হৃদপিন্ড আর
মনের কোনটাই নয়, তাই-ই তুমি ছুঁলে না l
অবগুন্ঠিত নিজেকে আগলে রাখলে,
আমার মাঝে নিজেকে হারাবার ভয়ে l আমার
অতি সামান্য চাওয়া তোমার কাছে অসামান্য
হয়ে আমার স্বপ্নে আঘাত হানলো
পেঁখমহীন ময়ুরীর সৌন্দর্যে l আমার মনের
সাগরে মিলিয়ে গেলে জল ছায়ার মত l
প্রতিদিন রঙিন চেতনায় নতুন কবিতায়,
তিলোত্তমায় তোমার নব নব পদচারণা
আমি ভেসে যাই কল্পনার কল্পলোকে;
তোমায় খুঁজে পাই নিবিড় করে l চোখ
মেললেই ফিরে পাই সম্ভিত যেখানে
তুমি নেই শুধু নিসঙ্গ আমি
আর আমার ভাবনা l
'স্বপ্নের অভিলাষে' প্রকাশিত একুশে বইমেলা ২০১৫, থেকে সংকলিত