সোনার তৈরী মেয়ে তুমি
সবুজ তোমার বরণ
বাংলা তুমি আমার প্রিয়
আমার মনের মতন l
তোমার রূপ তোমার ভাষা
আমার প্রাণে বাজে
নব গহণায় ঋতুর সাথে
নতুন নতুন সাজে l
দোয়েল,কোয়েল,শ্যামা,টিয়া
হাজার পাখির গানে
কাশ ফুল আর টগর,শিউলি
তোমার মাটির ঘ্রাণে l
চড়ুই,শালিক কিচিরমিচির
করে লাউয়ের গাছে
ইলিশ,বোয়াল,কৈ,পুঁটি
পুকুর ভরা মাছে l
তোমার কথায় কবিতা লিখি
মনের যত প্রকাশ
আমার স্বপ্ন আশায় তুমি
আমার দ্বীর্ঘশ্বাস l
বাংলা মাগো তুমি আমার
ছেলেবেলার স্মৃতি
তুমি আমার বীণার সুধায়
হাজার সুরের গীতি l
দামাল ছেলে তোমার ত্বরে
প্রানের বিনিময়ে
স্বাধীনতার জয়-পতাকা
আনলো ছিনিয়ে l
ভুলব তোমায় কেমন করে
জন্ম আমার যেথায়
প্রবাস থেকে দিচ্ছি চিঠি
প্রানের যত কথায় l
মেঘের খামে ভরে দিলাম
ছন্দ কবিতার
সূর্য তারে পাঠিয়ে দিলাম
আমার অঙ্গীকার l
তোমার প্রেমে কবি যত
নজরুল রবিঠাকুর
পল্লী কবির চোখে তুমি
সরস সুধাসাগর l
জীবনান্দের লেখায় তোমার
স্নিগ্ধ শ্যামল গড়ন
বাংলার এক শ্যামা মেয়ে
করছি তোমায় স্মরণ l
ভুলো না যেন আমায় তুমি
রেখো মনের ঘরে
আমার নয়ন অশ্রুকাজল
কাঁদছে তোমার ত্বরে l
গানের ভাষায় প্রানের কথায়
সদাই বিচরণ
অতুলনীয় তুমি ধ্বনিত ঝংকারে
স্মরি আমরণ l
'স্বপ্নের অভিলাষে' প্রকাশিত একুশে বইমেলা ২০১৫, থেকে সংকলিত