রওশন হাসান
আমার বাঁধনহারা দিনের প্রারম্ভে ও দিনান্তে
কত কথা বলি মনে মনে তোমার সাথে
নীলিমায় নীলের বিহঙ্গ তুমি
আমার দৃষ্টিতে দৃশ্যমান তুমি আকাশ, রোদ
আর সবুজের গালিচার মতো
আমার কবিতায় ও কাব্যে সদা
প্রস্ফুটিত তুমি আজ এবং কালের মতো
আমি যদি কখনো প্রবাহিত না হই
ঝরনাধারার মতো
শুষ্ক বালুর মাঝে যদি আমার চলা
থেমেও যায়, তখনও তুমি ধ্বনিত হবে
অক্ষরে অক্ষরে, আমার লেখনীতে
সাগর হয়ে কুলু কুলু যাবে বয়ে
আমার একান্তে,কাব্যের মলাটে,
কাব্যের অন্তর্নিহিতে l
আমি যদি হই চপলা অথবা বিরহিনী
কিংবা সুহাসিনী, চাতকিনী
তোমারি ত্বরে, কবিতার আসরে
তোমায় করবো সদাই অনুসরণ
হই বিষাদময় অথবা আনন্দের কারণ
আমি কাব্যের কারিগর, তুমি উপকরণ
তুমি কলমের ভূষণ, অপার বিচরণ
কালির ভাঁজে ভাঁজে
শিরোনামের ললাটে তোমার স্মিত হাসি
প্রচ্ছদের আঁচড়ে তোমার উপস্থিতি
পৃষ্ঠার এপার ওপার তোমারই সর্ব সংযোজন l
'স্বপ্নের অভিলাষে' প্রকাশিত একুশে বইমেলা ২০১৫, থেকে সংকলিত