কে কবি, কিসেই বা তার পরিচয়?
সে কি মানুষের মাঝে এক বিরল কেউ?
তার অনুভূতি কি ভিন্ন আর চিন্তা কি প্রগাড় ?
তার স্নিগ্ধতা কি প্রকৃতিতে বিরাজমান?
কবি নামে পরিচয় নয়, অনুভুতিতে কি তার পরিচয়?
যার প্রতি অনির্বান আকর্ষণ প্রকৃতি ও সৃষ্টির l
সেই কি কবি নামে অধিক সমাদৃত ?
কবিতার জন্ম কি পুঞ্জিভূত কষ্ট থেকে
আর মুছে যাওয়া স্মৃতির আবির্ভাব
অথবা চিন্তার দন্দ থেকে কবিতার সংকলন ?
দ্বিখন্ডিত মন আর আবেগের ছন্দপতন ?
খ্যাতির বিড়ম্বনা যার, নাইবা রইলো তা
কেনই বা পরিচিতি কবি নামে ?
নাম ছাড়া কি অনুভূতি অসম্ভব ?
মনের মাধুরী আর হৃদয়ের স্নিগ্ধতাই কি যথেষ্ট নয় ?
কবি এবং কবিতার আত্তিক সম্পর্ক কি বিধাতার সৃষ্টি ?
নিঝুম শব্দহীন মনের আবিষ্কার
যে কবি সে একাই উপলভ্ধি করে
অন্ধকারের সৌন্দর্য, বিরাম সাগরের সাথে কথোপকথন
একনিষ্ঠ মন মিশে যায়
এক ছায়ার সাথে , মিল হয় কবি এবং কল্পনার মায়ার
সংসার, পৃথিবী যেখানে অনুপস্থিত l
কবিতার নারী রবিন্দ্রনাথের 'রক্তকরবী'র নন্দিনী
সেই সরলতা, সৌন্দর্য আর ভালবাসার আকুতি
'বিরাজ বৌ'এর বিরাজমান উপন্যাসে বঞ্চিত নারী চরিত্র l
'শেষের কবিতা'র লাবন্যের অমিতের জন্য ছেলেমি ভালোবাসা
নজরুলের 'রিক্তের বেদন' আর 'বাথ্যার দানের'
বেদনার উপলভ্ধি l শরতের নারী 'পার্বতী'র হাহাকারের সমবেদনা l
রংধনু মন আর প্রজাপ্রতির চঞ্চলতায়
বসবাস যার l প্রকৃতিতে আলাদা জগত যার
কত রূপ জীবনের আর প্রকৃতির,
দমকা হাওয়ায় 'অগ্নিবীণা' কিম্বা আত্তার জাগরণের সুর
সুকান্তর 'ছাড়পত্র' র ঝলসানো রুটির জন্য
শিশুর অপেক্ষমান চোখ, 'কবরে' র পাশে জসিমুদ্দিনের আহাজারি l
সুখচিন্তার পিয়ানোয় মেলানো নিজের অনুভূতি l
ভালোবাসাকে মেলানো সৃষ্টিকর্তা আর বিশুদ্ধতার
নান্দনিক পরবাসে, পৃথিবীতে পৌঁছাবার আগেই
সেই সদ্য বৃষ্টির শিশিরের সচ্ছতার মাঝে l
প্রস্ফূটিত গোলাপের কাঁটায় কিংবা বৃষ্টির
অপেক্ষমান চোখে দেখা অন্য পৃথিবী l
কাঁটা দিয়ে গোলাপের আত্মরক্ষার চেষ্টা
আর বৃষ্টির সাথে ধুয়ে ফেলা চোখের জল
দুটোতেই যেন আড়াল, কবিই দেখতে পায়
এই আড়ালের খেলা l মানবের সুখ আর দুঃখে অবিচ্ছেদ্য
বিচরণ যার l কষ্টগুলোকে কবিতার লেখনীর রঙ্গে
রঙিন করার ক্ষমতা যার, সেই কি কবি?
তবে কবি কি মহামানব, নাকি বিধাতার ভিন্ন আবিষ্কার ?
'স্বপ্নের অভিলাষে' প্রকাশিত একুশে বইমেলা ২০১৫, থেকে সংকলিত