ময়ুর ময়ুর মনটা আমার
নাচছে পেঁখম তুলে
সবাই যেন আজ মেতেছে
ব্যস্ত কলরোলে l
মুক্ত ঝরা বৃষ্টি যে আজ
রিমঝিমিয়ে বাজে
নুপুর পরা আলতা পায়ে
রিনিক ঝিনিক সাজে l
সূর্যটা আজ দেয় ঊঁকি যে
লাজুক লাজুক লাজে
উদাস করা কোন সে সুরে
মন বসেনা কাজে l
সাদা নীল্ এই আকাশটা
আজ খেলে রঙের সাথে
মনটা আমার পাখি হয়ে
উড়ে আকাশ পথে l
বেগুনি, লাল, গোলাপী আর
হাজার ফুলের মেলায়
প্রজাপতি মন ফুলের সাথে
আজ যে দারুন খেলায় l
সাগর পারে ঝিঁকি মিঁকি
এই বালুকা তীরে
স্মৃতির দোলায় দুলছে যে মন
বাবুই পাখির নীড়ে l
শিশুমণ মোর যায় ছুটে যায়
সেই সে ছেলেবেলায়
মন ভাসিয়ে দিতাম যেথা
সপ্ন তরীর ভেলায় l
ছোট্ট ক'টি ভাই বোন্ মোর
আমার স্মৃতির ঘরে
দোলার দোলে ঘুম পাড়াতাম
আমার গানের সুরে l
ভাই দু'টি মোর রাজপুত্তুর
ঘুমের রাজার কোলে
আমরা ক'বোন্ ফুল কুড়াতাম
পুতুল বিয়ের ছলে l
কাঠবিড়ালির সাথে আমার
বন্ধু যেন মন
কাটাবো দিন তারই সাথে
এই করেছি পণ l
কবিতা আর ছন্দে আজ
অনেক ভাষার মেলা
রুপকথারই গল্পে গল্পে
কাটবে সারাবেলা l
সবুজ সবুজ ঘাসের পরে
লুকোচুরি খেলায়
মনটা আমার চায় হারাতে
হাজার তারার মেলায় l
রঙ বেরঙের পাখির সাথে
ভাব মিতালীর শেষে
রংধনুকে ডাকব যে আজ
সাগরকন্যার বেশে l
সাত রঙেরই মাঝে আমার
মন হারাবার দিন
হৃদয় বীনা তানপুরাতে
বাজছে নতুন বীন l
ফুলের মালায় গাঁথি মালা
নতুন সুরের ছন্দে
ঘুম আসেনা জেগে থাকি
গন্ধরাজের গন্ধে l
তোমরা যারা বন্ধু হবে
করব আমন্ত্রণ
কথার মালায় হাসির খেলায়
ভরিয়ে দিতে মন l
শুনছি আজ দিকে দিকে
পথ হারাবার গান
তোমার সাথে মিলতে বুঝি
প্রানের ঐকতান ll
'স্বপ্নের অভিলাষে' কাব্যগ্রন্থ থেকে সংকলিত, প্রকাশিত একুশে বইমেলা, ২০১৫