রাত্রির তিমিরে সাগরের গভীরতা
অবলোকিত দিনের আলোর সীমারেখায়
জীবনের স্তিমিত আলো যেন জ্বলে ওঠে
এক টুকরো মেঘ আর রশ্নির খেলায় l
ভেলায় ভেসে আসা আহত কন্ঠ
সহস্র গাংচিলের ডাকের অনুকরণ
থেমে যাওয়া পথিকের অবগুন্ঠিত
মনের আঙিনায় চেতনার সংমিশ্রন l
ভাঙা কাঁচের খন্ডিত দাগের জোড়ায়
অসম্ভবনার লুকোচুরি l
রৌদ্রতপ্ত মনের প্রশান্তি
এক ঝলক বৃষ্টি আর প্রগাড়তা
নিমেষে মিশে একাকার যেন
জীবনের কন্টাকীর্ণ সীমানার মাঝে l
সম্পদের প্রাচুর্যে ভালবাসার
অনুপস্থিতি ও জীবনের নিশ্চয়তা আর
সম্পদের অপ্রাচুর্যতায় ভালবাসার ক্ষীন
উপস্থিতি ও জীবনের অনিশ্চয়তা; এই
দুইয়ের একনায়তন্ত্রতা পৃথিবীতে,
তাই ভালবাসা কড়া নেড়ে ক্ষান্ত,
বিলীন হয়ে ফিরে যায় নিজস্ব বলয়ে l
বৈরী মনের বিচলিত পদচারণায়
বিলম্বিত সুখের গন্ডির মাঝে
বারিধারার এক চিলতে শিশির
মানে না পৃথিবীর কঠিন বাঁধন l
অবারিত মন নয়, সীমাবদ্ধতায়
জীবনের আস্ফালন আর আকুতি
যেন ঝিক্ মিক্ রোদের বালুচরের
সাথে তুল্য l সাগরের পাশে কালের
সাক্ষী বালুর একাকিত্বতা, কখনো
ভেসে চলা আর কখনোবা জমা
হওয়ায় সৃষ্টির খেলা l
দোলনা থেকে কবরের মাঝের
জীবনের পরিধির অনিশ্চয়তা
পরিচিত বা অবহেলিত দুইয়েরই
স্থান ভূমিতে l জীবনের প্রতিশ্রুতিতে
কখনো পরিতৃপ্ত কখনো শোকাহত
তৃষিত আত্মার অবকাশ l ধরায় বসবাসে
কখনো তপ্ত তাপদাহে, কখনো শীতল পানি
আর কখনো সুখ দুঃখের টানাপোড়নে
মৃতদেহের মেলে ছাড়পত্র l
'স্বপ্নের অভিলাষে' কাব্যগ্রন্থ থেকে সংকলিত, প্রকাশিত একুশে বইমেলা, ২০১৫