শিউলী ফুলে বাতাস দোলে
কমলা সাদা বরণ
এত ফুলের মাঝে কেন
মন করো মোর হরণ ?
রাতের কালোয় চুপিসারে
আলো-আঁধারে অভিসারে
ছড়াও তুমি নিবিড় শিহরণ l
নরম দেহ, পরম স্নেহ
তুলবো আঁচল পরে
জাফরানিতে সাদার বেশ
রাঙিয়ে দেবে আমার কেশ
ছয়টি পাপড়ির বিষন্ন বৃন্তে
রাতে ফোটো, ঝরো দিনান্তে
রাতের কথায়
অশ্রু দ্বিধায়
ঝরো মাটির গায়ে
সিক্ত শিশির পায়ে l
ফুলের মাঝে ছোট্ট ফোঁটায়
জুড়ে দেবো বোঁটায় বোঁটায়
গাঁথবো মালা বিনি সুতোয়
পরবো গলে ও হাতে l
দখিন্ হাওয়ায় খোলা জানালায়
মিষ্টি গন্ধে মন ছুঁয়ে যায়
কানের দুলে ফুলের শোভায় l
বেনীর ফাঁকে ফুলের মালা
রেশমী চুড়ির সোহাগ ঢালা
কমলা পেড়ে শাড়ির সাথে l
মেহদী হাতে ফুলের ডালি
আমার আঙিনাতে
গল্প-কথায় সুরের ঝুলি
আজকে শারদ রাতে l
ফুলেল সাজে সাজাবো বাসর
যদি তুমি হও প্রানের দোসর ll
'স্বপ্নের অভিলাষে' কাব্যগ্রন্থ থেকে সংকলিত, প্রকাশিত একুশে বইমেলা, ২০১৫