বিবশ বিকেলে জীবনের ডানায়
উড়ে চলা হিসাববিহীন সময়ের
সাথে বোঝাপড়া আজকের গোনা সময়ের  l
ফেলে আসা দিন-ক্ষণ, উদ্দেশ্যবিহীন দিনাতিপাত
যদি জুড়ে দেয়া যেতো, তবে বুঝি পূর্ণতা পেতো অনেক আশা l

যোজন যোজন দূরে চোরাবালিতে আটকে পড়া স্বপ্নে
আজকের স্বপ্নের সংযোজনের নিস্ফলতা
স্রোতের ধারায় অতলে তলিয়ে যায় l
ঝরে পড়া ফুলের মৃত সুবাসে
তাজা ফুলের সুবাস অনুপস্থিত l
যতক্ষণ ফুল ফোটা, ততক্ষণই ওদের সুবাস গ্রহণ
বাতাসে বিলীন হয় মৃত ফুলের সুবাস মৃত স্বপ্নের মতোই l

রাতের নয়ন কাজল অশ্রুতে ধুয়ে যায়
জানলার ফাঁকে সকালের প্রথম রোদ এসে
পুড়িয়ে দেয় রাতের বেদনাগুলো l
শার্সিতে জমে থাকা শিশির রোদে মিশে
শুকিয়ে যায়, হয় বিলীন l

যে দিন আজও হয়নি দেখা
রাতের অন্তড়ালে লুকানো l
শূন্যতা ভরা পূর্ণতায়
শোনা আকাশের ডাক
সাগরের একাকিত্বে ঘুরপাক বাতাসের
আহাজারিতে সাগর হৃদয় হয় ব্যাথিত
প্রতিদানে তাই উথাল-পাতাল কান্নার শব্দ ঢেউয়ে l
যে তোমায় এতদিন চিনি
হয়নি চেনা বুঝি আজও
আমার মাঝে যদি না হও একাকার
কবিতায়, অনুভবে যদি না দাও পদধুলি
তবে হবে না জানা কখনো l
যদি দাও ধরা
হবে বুঝি চেনা নিতান্তই পুরনো তোমাকে l


'স্বপ্নের অভিলাষে' কাব্যগ্রন্থ থেকে সংকলিত, প্রকাশিত একুশে বইমেলা, ২০১৫