অশ্রু ঝরে আর মুছে যায়
প্রকৃতি শুষে নেয় অশ্রু জল
কখনো বাতাস হয়ে , কখনোবা বৃষ্টি হয়ে
কখনোবা হিমেল হাতের স্পর্শে,
অভিনয়ের আড়ালে ,কেন ঝরে অশ্রু?
কখনো কষ্ট কখনো আনন্দের এই অশ্রু
যার ঝরে সেই জানে
ভালবাসায়ওতো কষ্ট, ভালোবাসতেও কষ্ট
হারাতে কষ্ট, পেয়ে হারানো আরো কষ্টের
তাই জল বুঝি বাঁধন মানে না l
বুক ভেঙ্গে কান্নার আশ্রয়
কালো রাতের অন্ধকার তাকে বিদলত করে
বড় কষ্ট, জানায় পিপাসিত আত্মা
খুঁজে ফিরে তার চোখ, হাসি আর কথার সুর
একদিন আসবে সে অশ্রু মুছে দিতে
রূপকথার রাজকুমার আসেনি
উদ্ধার করতে কখনো, কেনই বা অপেক্ষা তার?
সেতো কবেই বিলীন ছেলেবেলার স্মৃতিতে
আমিও তো ছেলেবেলায় নেই
কেন তবে মনে করা সেই গল্পের রুপকথা ?
আর আশায় নিজেকে বাঁধা ?
প্রকৃতি আর সমুদ্রের মাঝে খুঁজে ফেরা তাই l
অশ্রুতে ঢেকে ফেলা বেদনা
আর আমি যেখানে মোমের মানুষ
বিগলিত, সমুদ্র আর অশ্রুকে এক করে দেই l
জীবনের রূপ আর কালের আবহমান শেকলে বন্দী
কত রূপ জীবনের , কত রূপ সত্ত্বার
পুরনো সত্ত্বায় ফিরে যাই কখনো কখনো
খুঁজে ফেরা পুরনো আমাকে আর
মেলানো আজকের আমাকে, বদলে গেছে পৃথিবী অনেক,
শুধু বদলে যায়নি আমার সত্ত্বা ,তাই আজও আমায়
খুঁজে ফেরা পুরনোর মাঝে, হাজার সত্ত্বার মাঝে l
কখনো শিশুমন, কখনো কবিমন ,কখনো একাকিত্ব
কখনো জীবন যুদ্ধ, বেঁচে থাকার আর নিজেকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা
যতক্ষণ না থামে জীবন , না থামে আত্মার স্পন্দন
তবে কেনই বা পৃথিবীতে আসা ?
বিধাতার খেলা সৃষ্টিকে নিয়ে, যার রহস্য নেই জানা মানবের
শুধু শুধুই বৃথা চেষ্টা জানবার ll
তাই আত্মপ্রকাশ অশ্রুর
আড়াল করে কষ্ট আর কৃত্তিমতা
নিজেকে আড়াল করা মুখোশের অন্তড়ালে
মখমলের ভাঁজে , কথার জালে আর চেতনায়
যেখানে অশ্রু স্থান করে তার,
আমার অস্তিত্বে , সৃষ্টির আড়ালে, আর,
ম্লান করে আমাকে আর আমার,
নস্টালজিক মুহূর্তকে l