তোমার বাঁধনের সাগরে
ডুব দিয়ে তুলে এনেছি
শামুকের বুকের অন্তর্স্থলের
একবুক ভালবাসার মুক্তো l
আবেদনের রঙে আচ্ছাদিত, সিক্ত
গোলাপী আভায় শুভ্র জৌলস
তোমার অপার অশান্ত পরশ
তোমার দু'বাহুতে আমায়
যদি দাও আলিঙ্গনের ভাষা
হৃদয়ের ঝড়ে রক্ত-বৃষ্টিতে যদি
দাও কাশবনের সরল দোলা
তবেই হবে পরম পাওয়া
তোমার কাছে সামান্য চাওয়া l
মেঘ দূত পৌঁছে দেয় ধরার কাছে
বৃষ্টির আগমনবার্তা,কালোমেঘে রচে
পৃথিবীর পরিশুদ্ধতা অথবা বিভীষিকা
যেন কোনো অপেক্ষমান মরিচিকা
এক প্রান্তে আমি আর অন্য প্রান্তে
তোমার মনের বিষাদময় শূন্যতার একান্তে
আমি চেয়ে চেয়ে হয়ে যাই জগত বিমুখ
পড়ন্তবেলায় খুঁজি জোসনার সুখ
শুধু দুর্নিবার এক আকর্ষণ তোমাতে
ভরসার অকুন্ঠ আলো জ্বলমান আমার আশাতে
একদিকে জীবন সংযোজন, অন্যদিকে তুমি আমার ভুবন
নীলাম্বরীর নীলে দিগন্তে খচিত এক নব ভূষণ
মেঘ ধেয়ে চলে যেমন একের পর এক
নেই নির্দিষ্ট সীমারেখা, নেই দিক
তেমনি আমার ভাবনাগুলো ধাবমান
সরসতা প্রতীয়মান, অবারিত বহমান
তোমার দিকে, তোমার গভীর চোখের চাহনিতে
অপেক্ষার চোখ রয় ভোরের কাকলিতে, দিনান্তে
নিলয়ে ভাসমান অপার ভালবাসার প্রান্তে
তোমা বিনা আমি হই বিরহিনী
একাকিনী, যাপিত জীবনের চাতকিনী l
'স্বপ্নের অভিলাষে' প্রকাশিত একুশে বইমেলা ২০১৫, থেকে সংকলিত