সাদা নীল মেঘের সমাগমে
আগুন্তুক এক রেখায়
পৃথিবীতে রঙের পরিবর্তন
এক নতুন মৌসুম ডাক দেয় কানে কানে
ঝরে পড়ার বিষাদ পাতাদের মুখে
একাকিত্বের ভাষা আকাশের চোখে
শিশির জল নীরবতা রোদের চাহনিতে l
ধরায় কত জল কে জানে !
বৃষ্টির জল, সাগরের জল, চোখের জল
আরো কত জলের প্লাবনে
ক্ষণে, জাগরণে, প্রাণে-মনে, অভিমানে l
নিস্তব্ধতা জলে, স্থলে, হৃদয় বাগিচায়
পাখিদের কাকলিতে শান্ত ডাক
জল-ছটা ভোরের শার্সির আয়নাতে
নীল, হলুদ চন্দ্রমল্লিকায় হালকা রোদের খেলায়
প্রকৃতির মত মন যেন বিরহিনী, করে টলোমল্ l
ডাক দিয়ে যায় পাতা আর ফুল ঝরা দেশে
আবেগ আর শুন্যতা যেথা এক বৃন্তে মেশে
পাতাবিহীন ডালে রিক্তের বিলাপ
এক পায়ে দাঁড়িয়ে আকাশের পানে চেয়ে
অভিযোগে জুড়ে নির্বোধ প্রলাপ l
পায়ের নিচে খসখসে পাতা ভেঙ্গে গুড়ো গুড়ো
উড়ে উড়ে বাতাসে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
সূর্যের লালিমায় মেশে দিনান্তে l
সাগরের জলে মিশে ডুব দিয়ে হয় উদয় আবার
আকাশের কোলে ভাসে চাঁদ হয়ে
তারা আর চাঁদের নিবিড়তায়, মন যায় সুদূরে
নীলিমায় যায় হারিয়ে, মৌসুমের ডাকে
প্রকৃতির চেতনায়, নিস্তব্ধ কবিতা হয়ে l
'স্বপ্নের অভিলাষে' প্রকাশিত একুশে বইমেলা ২০১৫, থেকে সংকলিত