আকাশের নীলে রুপালি আলো
এক গোছা শিউলীতে করে ঝলোমলো
যদি নিভৃতে কারো ঝরে আঁখিজল
ফিরে ফিরে আসে বারে বারে
বৃষ্টির মত যদি কাঁদে অসময় অবিরল
জানিয়ে দিও আমার হৃদয়ের বারতা
হবো আমি নীরবতার আশালতা l
চাঁদের হাসিতে জোসনায় হবো লয়
নয় ছলনা নয় অভিনয়
চোখের পাতায় হবো নির্ঘুম রাত্রি
যদি স্মরণ করো আমায়
হবো সম্রাজ্ঞী তোমার মনের আলোয়
হবো দূর পথের তীর্থযাত্রী l
কামনায় হবো সাধনা, এক সুখের সারথী
ভোরের রশ্নি হবো তোমার নিদ্রাচ্ছন্ন নয়নে
কপোলের চুম্বন হবো বাতাসের ঠোঁটে
হিমেল পরশে ভাঙাবো তোমার ঘুম
কন্ঠে তোমার হবো অনুরণন নির্জনে
যদি ডাকো কখনো উন্মুক্ত হৃদয়-পটে
ফুলের কলিতে, পাখির বুলিতে হবো মৌসুম l
এক হেমাঙ্গিনী,স্বপ্নচারিনী তুষারাচ্ছাদিত আকাশে
শরতের রূপে হবো ফাগুনের অনুপমা
নীহারিকা হবো তারার অভিলাষে
সাঁঝের মায়ায় হবো নির্ঝরের বাতি
নিশুতিতে হবো নিশিগন্ধা আঙ্গিনার সুবাসে
শ্রাবনধারায় হবো নীলিম তিলোত্তমা l
'স্বপ্নের অভিলাষে' প্রকাশিত একুশে বইমেলা ২০১৫, থেকে সংকলিত