আলোর বর্ণিল রেখা করি অনুসরণ
উতলা বিভাবরী
বিবাগী কিন্নরী
পাখিরা হয় আরো ছোট
অতঃপর হয় চিত্রপট
সায়ংকালে হয় সূর্যাস্তের সাথী
ডুবে যাওয়া আর ঘরে ফেরা এক রীতি
স্তিমিত জোনাকির জ্বলা-নেভায় সন্তর্পনে মেলাই চরণ l
গুন গুন গান গাওয়া উড়ে চলা মেঘেদের সাথে
ধোঁয়ার মেঘেরা বুঝি পথভ্রষ্ট
আকাশের তাই শত কষ্ট
ঝরে বৃষ্টি হয়ে আকাশের অশ্রু ছল ছল
সুরহারা বীণায় নির্বাক উছল l
আঙ্গুলের ছোঁয়ায় যন্ত্রে বাজে নিক্কন বেহাগ
রাগের রাগিনীতে পঞ্চ অনুরাগ l
সারণীতে অচেনা উর্মিমালার উষ্ণীষ
উলসিত জোসনার আলো-ছায়া নির্বিষ l
মনের গভীরে নিলীয়মান অমানিশা
চাঁদ কি ঘুচায় জোসনার প্রত্যাশা ?
নিমিখে অশান্ত কবি রচে চয়নিকা
বিবশ বাসনায় এক উত্কর্ষতার দীপিকা
এক দুঃখবিলাসীর পথচলা অনাদিকালের শপথে l
নন্দিত সায়রে-২৮ নিউইয়র্ক, ২০১৫