বিবর্ণ বিবশ ভালবাসার সমুদ্রে
ভায়োলিনের ছেঁড়া তারের সমঝোতা
আঙ্গুলের নৃত্যে পিয়ানোর মৌন ঝংকার
সবুজের সমারোহে বিবস্ত্র হলুদের
আরষ্ঠতা, লজ্জাবতীর নুইয়ে পড়া
ভালবাসার পরশে l
একরাশ সাদা মেঘের বৃষ্টিতে
মুক্তোর আচ্ছাদন, তুলোর শিলা নিমেষেই
মিলিয়ে যায় ছূঁয়ে দিতেই l
বৃথাই চেষ্টা আটকে রাখার, প্রকৃতির
নিয়ম ভাঙ্গার প্রয়াস, ক্ষণিক জীবন যার l
জীবনের সংজ্ঞা কারই বা অবগত
জীবন যেখানে যেমন তেমনই তার সংজ্ঞা l
উত্চ্ছাসে-আবেগে, আশা-নিরাশায়, বিরহ-বেদনে
এক আবর্তিত চক্রে আবদ্ধ জীবন l
সাগরের কাছে বদলে যায় জীবনের রূপ
উদারতায় আর অসীমতায় l
হৃদয়ের সন্নিকটে অন্তরাত্তা খোঁজে
একগুচ্ছ সাদা ফেনিল ভালবাসা l
নিবিড়তায় খুঁজে পাওয়া একটি ঝুমকা
কারো চুলের কারচুপিতে, হারিয়ে যায়
যখন মন নীল্ টিপের নিস্বর্গতায় l
হাসির পেছনে কষ্টে ভেজা অশ্রুর
হঠকারিতা ; আড়ালে মিলিয়ে যাওয়া
দু'ঠোঁটের স্নিগ্ধ রেখার অভিব্যক্তিতে l
মনের প্রেক্ষাপটে অঙ্কিত নিখাত
অবয়ব পায় ক্ষণ জীবন, ক্রমশই বিলীন
হওয়া মুহুর্তের বয়ে চলায় মেলে একটু প্রশান্তি
তোমার দু’চোখ আর সুদীপ্ত
চাহনির সমন্বয়ে l
অস্ত যাওয়া সূর্যের রেখে যাওয়া
লাল রশ্নি লালিমতায়
খোঁজে এক টুকরো সুখ স্বপ্নের বালুচরে l
স্বপ্ন তো বালুর মতোই মুষ্টিবদ্ধ, একান্ত ই নিজের
তাই বুঝি পিছলে পড়ে যায়, জলে মিশে যায়
নিলয়ে নিশব্দে l