এই হাতখানা মোড় যাক জ্বলে!
রাখতে পারি নি যে আঁকড়ে ধরে,
শুধু আবেগ নয়,
বিবেককেও আমি দেখি-
মুক্ত নয়!
সবই যেন একই চক্রের বক্রতলে।
‘উপসংহার ও ইতি’
দুইটি ভালো বিষয়ও যদি
নিজে টানলে পাপে আসক্তি,
তুমি টানলে ঐশ্বরিক সত্যি!