এই যে সত্য, এই যে মিথ্যা-
কোনটা কার পিছে লুকায়িত বলা খুবই কষ্টকর।
কিন্তু উঁকি মেরে যাকে আগে দেখি তাকে দেখে
বোধ-হয় আরে এইটাই তো প্রাইম এভিডেন্স।
একটা সত্যের পিছে
একাধিক মিথ্যা থাকবে এটা যেমন স্বাভাবিক,
আর এটাও স্বাভাবিক যে-
সত্য-মিথ্যা পুরোটাই আপেক্ষিক।
সত্য-মিথ্যা যার যার দৃষ্টিকোণের
এক অপূর্ণ বা পূর্ণ বক্তব্য।
সত্য-মিথ্যা এরা একে অপরের পরিপূরক না হলেও
বাস্তবে একে অপরের স্থান নিতে জানে।
সত্য যতই সত্য হোক না কেন-
আর মিথ্যা যতোই মিথ্যা হোক না কেন-
উঁকি মারার ব্যাপারটা কিন্তু থেকেই যায়।
আরো একটা বিষয়,
পৃথিবীর বুকের সত্য আর মানুষের বুকের সত্য-
এই দুইয়ের মধ্যে তফাৎ হলো
একটি পরস্পরের পরোক্ষ
আর অন্যটি ব্যক্তিগত প্রত্যক্ষ।