ব্যথিত কোনো এক কণ্ঠস্বরে
আর সুর উঠে না গো
মিথ্যাচার হোক আমার এই বাস্তবতা,
নবীনতা আর ফিরে না আসুক
বিকৃত করে দিয়ে সব আমার বন্ধুরতা।
ফিরে পাক সব তারা তার আলো
ভেঙে দিয়ে রাতের নিস্তব্ধতা।
পাহাড়ের পাদদেশে জন্মানো
সব ফুলের নাম আমার জানা নেই
আমি অসাধারণে খুবই সাধারন,
সাধারণে খুবই সামান্য আর
সামান্যে খুবই স্বল্প প্রাণের আকুতিতে
ভালোবাসা চেয়ে বসা এক সৃষ্টি।
নরম তরুর শান্ত চালচলনে
নির্বাক ভাষা লুকিয়ে আছে।
সরলতা যদি মিথ্যে হয়,
আমি হেরে যাই ভালোবাসার কাছে।
ফুলে ফুলে যারে দেখি,
সে তো ভালোবাসা চায়।
রাতের আকাশে চাঁদের মতো মুখ,
সে তো কাছে আসতে চায়।
সিলিং এর কোন এক ফাঁকে
ছোট্ট এক সোনামণি বট-বৃক্ষ জন্মেছিল,
এই পাশবিক পৃথিবীর মানুষ তাকে
মাটিতে আশ্রয় না দিয়ে উপড়ে ফেলেছিল।
উত্তম বুদ্ধিমত্তার অপব্যবহার-
এই মানুষই তো প্রথম শুরু করেছিল।
তবুও হারিয়ে যেতে দ্বিধা নাই প্রিয়,
সকালের রোদের কোনো নরম আলোতে।
ভালোবাসার উঠানে এসে কেউ যেন আর
খালি হাতে ফিরে না যায়,
কেউ যেন আর চোখের জল
ফেলতে ফেলতে জীবনটা না কাটিয়ে দেয়,
কেউ যেন আর নিজের জীবন
উৎসর্গ করে প্রতিফলক রেখে না যায়
একটু খেয়াল রেখো প্রভু,
একটু খেয়াল রেখো প্রভু।
স্বপ্নের মতো মমতায় ভরা,
ভালোবাসায় সিক্ত কোন এক ফুলের গন্ধে-
মাতোয়ারা করে দাও এই পৃথিবী।
ভাবনার জগতকে সমৃদ্ধ করে
মুক্ত করুন, মুক্ত করুন।
রাত আরো কালো হোক শুধু ভালোবেসে,
দিন আরো আলোকিত হোক তোমায় কাছে পেয়ে,
একই তো আকাশ, একই তো মন -
শুধু এই সাদাকালোর মায়াজল।