আকাশ ডেকে মেঘ পালালে-
তাতে আলোর দোষটা কি?
আমার শূন্যে ভাসায়,
আমি ডুবেছি তা সব আমার দোষ নাকি?
আঙ্গুল দিয়ে দেখিয়ে বলেছো-
“ওই, ওই তো জীবন শ্রী!”
আমি ঘোরের মাঝে আজও ঘুরে-
জানছি না আমি খুঁজছি টা যে কি...
আমি ধরেই নিলাম,
আমি শহরের কোনো বৈদ্যুতিক তারে-
রঙিন সুতোয় আটকে থাকা কোনো এক পুরনো ঘুড়ি।
জানি আমি অনেক দূরে আছি,
তোমাদের সুস্পষ্ট কল্পনারও হাত ছোঁয়ার-
পূর্ব আকর্ষণ অনুভবে ও অনুমানে দুটোতেই ব্যর্থ!
তাও খুব ইচ্ছে নিয়ে জানতে চাইছি,
তোমাদের সুস্থ ভাবনাটা কি?