মানুষকে অনেক ভালবাসতে পারা-
মানুষগুলোও একদিন বেলা শেষে
আর কাউকে ভালবাসতে পারে না।
অনেকে মনে করে যে হয়তো-
তার ভালোবাসা ফুরায় গেছে
বা সে হয়তো এইটুকুই বাসতে পারে।
ভিতরে ভিতরে যে কি পুড়ায়
তা তো শুধু স্রষ্টাই ভালো জানেন;
যাকে বলে,
"মনের খবর তো আল্লাহই ভালো জানেন।"
মানুষ দেখতে একরকম,
সাথে করে চলতে গেলে একরকম
আর রুম(রূপক) ভাগাভাগি করে
থাকার-কালে একরকম।
সুতরাং, মানুষ চেনা খুবই কঠিন কাজ।
যদিও জটিলতা কাজ করে
তবুও দিনশেষে একটি কথাই
মানুষ বুঝতে পারবে আর তা হলো
"মানুষ শুধুমাত্র পৃথিবীর বুকে এক অস্তিত্ব-
সম্পন্ন জীব তাছাড়া আর কিছুই না।"
সে এমন একটি জীবনকে উপভোগ করছে
যার আগাগোড়া শুধুই
সাজানো আর পূর্বপরিকল্পিত।
এই সাজানো আর পূর্বপরিকল্পিত জীবনে
প্রাণীটি যখন মায়া আর মোহের গন্ধে
মাতাল হয়ে সিলিং এ ঝুলতে থাকে
তখন তার কাছে ভালো-খারাপের
কোন ঠিক বর্ণনা বা যৌক্তিক ব্যাখ্যা
থাকে না বা লাগে না।
কারন কি জানতে চান?
কারণ হলো সে ইতিমধ্যেই
জীবননেশায় আসক্ত হয়ে-
আসক্তিকে তার রক্তে প্রবাহিত করেছে
যদিও সে জানে এই জীবননেশা
তাকে পুরস্কার হিসেবে শুধু মৃত্যুই দিতে পারে
কিন্তু তারপরও সে থামে না
কারণ সে থামতে ভুলে গেছে
বা থামতে জানে না।
আবারো বলি,
"Don't Get Addicted With Life,
It Causes Serious Injury which is called
Death in Our Regular Life."