মিলিয়ে দাও, মিলিয়ে দাও
সেই বাতাসের ঘ্রাণ
যেখানেতে সবচুপ,
মৃত্যু যার নাম।
শোভা পাক, লোপ পাক
যা খুশি তাই
আমি আর কখনই মায়ায় জড়াতে চাই নাই
মোহ তো তামাক পুড়ায়...
মিলিয়ে দাও, মিলিয়ে দাও
সেই বাতাসের ঘ্রাণ
আর দয়া নয়, আর দয়া নয়
সব করে নাও শোধ
যাইলে যাক সবখানি আমার
তবুও করে নাও তুমি চুক
মিশিয়ে দাও নিঃশ্বাসে মোর
সেই বাতাসে ঘ্রাণ
জ্বালাও মোরে, পোড়াও মোরে
করে নাও সবকিছু শোধ
যোগ্য নই আমারই আমি
তবু করেছি চেষ্টা
জ্বালাও মোরে, পোড়াও মোরে
দেখতে চাই যে শেষটা
সবাই সবকিছু পায় না,
আবার সবাই সবকিছু চায় না।
মিলিয়ে দাও, মিলিয়ে দাও
সেই বাতাসের ঘ্রাণ
দু'চোখ ভরে নিয়েছিলাম
এই জীবনের স্বাদ
তবে মন দিয়ে দেখি নাই,
এটাই মোর ঘোর পাপ।
আরো যত আছে আলো-ছায়া
আলোতেই মোরে রেখো,
দেখতে চাই না ছায়া...
মিলিয়ে দাও,মিলিয়ে দাও
সেই বাতাসের ঘ্রাণ
সেখানেতে সবচুপ,
মৃত্যু যার নাম।