শুধু ভালোবাসা কম কষ্ট দেয়,
ভালোবাসায় অন্য কিছু যেমন, ধরুণ-
মায়া, সহানুভূতি, হঠাৎ ব্যাকুলতা, অনুশোচনা,
অনুবেদনা, নিজের তুষ্টি ও
স্বার্থের কাতরতা মেশানো থাকলে,
দ্রবণ বিকৃত ঘোলাটে হয়।
যা কিনা এই এক জীবনে
পানের মানানসই হয়ে উঠে না,
তাই শুধু মেলে অসহায়ক যন্ত্রণা।
উভয়তরফা ভালোবাসায় তার প্রতি
নিজের প্রকৃত ভালোবাসা প্রকাশের যতটা-সময় পাবে, ভালোবাসা শেষ হলে ঠিক ততটা-সময়েই তার প্রতি নিজের ভালোবাসার প্রমাণ তুমি নিজে পেয়ে যাবে।
বিশ্বাস না হলে ভালোবাসা শেষ করে প্রমাণ খুঁজতে পারো।
একতরফা ভালোবাসার কথা কোথাও বলিনি কারণ-
এ ভালোবাসায় শুধু একটা মনগড়া অবয়বের প্রতি
নিজের আকুতি-মিনতিকে বুঝি!
আসল মানুষ ভেতরে-বাইরে ভিন্ন তো হবে বটেই।
তোমার সারা জীবনের একতরফা ভালোবাসা আর তোমার পাওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দর ভালোবাসার এক রাতের সমান হবে না!
আমি লিখছি, বিশ্বাস না হলে প্রয়োগ করে খুঁজে দেখো।
সত্যিই অদ্ভুত তুমি! কত কিছু জানো,
তাও প্রয়োগে হেরে যাও।