প্রভাত-সূর্য, ভোরের তৃষ্ণা
রাতই জানে শুধু আলোর নেশা!
দৃশ্যের মায়া সময়ে ফুরায়
আর ভালোবাসা কাছে টানে সময়ের পরের পৃষ্ঠায়।
জলপ্রিয় রাজহাঁসের ডানার নিচে যে এক
কোমল উষ্ণতা কাজ করে তা কিন্তু প্রাকৃতিক,
মানুষের ভালোবাসাও তাই
কিন্তু তা আপেক্ষিক সমীকরণের বাইরের বিক্রিয়া।
সম্পূর্ণতার নামে অবহেলা কারো হাতে ঝুলিয়ে,
সুখের তরে দায়িত্বকে মাটি দিয়ে,
ভালোবাসার ঐশ্বর্যে কৃতজ্ঞ না হয়,
যে বলে নিজের কোন দোষ নাই...
তারে বলি, আগে সুস্থভাবে ভালোবাসতে শিখো!