হাত দিয়ে লিখি পাপ
যত ঘাত, অপঘাত
ঈশ্বর দুয়ারে হেলিয়া বলি-
সব পাপ, সব পাপ!
আমি মহাকাব্যের কথা বলি ,
আমি ঈশ্বর দুয়ারে দুলি!
আমি জগৎ চাহিয়া তোমার কাছে
জগতেরে দিছি ধূলি,
আমি ঈশ্বর দুয়ারে ধূলি,
আমি জগতেরে দিয়াছি পুড়ি,
কারে দিয়া বলো এখন,
সবকিছু ঠিক করি!
আমি ঈশ্বর দুয়ারে করি চুরি,
আমি মহাকাব্যের কথা বলি!
স্বার্থেরও আছে অভিমান
বিবেকের আছে নাকি ঐশ্বরিক বরদান?
অহংকারে চূর্ণ-বিচূর্ণ দন্ত
মন্দিরে আনে ধূলি!
মহাকাব্য কয়ে যায়,
গর্ব নাকি এখানেই এসে বলে,
“আমি ঈশ্বর পূজারী, আমি ঈশ্বর পূজারী!“