আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ নারী মূর্তি তুমি-
এক জীবিত মূর্তি! সবাই মাটির তৈরি বলে কথা-
তুমি এক মাটিই বটে !
আচ্ছা, দু'টো ভাঙ্গা মন একসাথে হয়ে
দু'টো মানুষ এক মনের কথা মনে আছে?
সেটা যদি আমরা হই?
না, না, এভাবে বললে যদি-
আমাদের কথাগুলোটুকুও তুমি বন্ধ করে দাও!
থাক, এভাবে ভয়ে ভয়েও যদি-
তোমাকে ভালোবাসা যায় তাহলে-
তোমাকে না হারিয়ে-
ভালোবাসাটুকু শুধু আমারই থাকুক?
আচ্ছা, তোমাকে ভালোবেসে-
সারাজীবন আগলে যদি আমি রাখি;
তাহলে, তোমাতে আমার জায়গা হবে?
একটু জায়গা কি আমি পাবো না?
জানি, আমি অতি ক্ষুদ্র আর নিকৃষ্ট,
পাপের ছায়া আমায় আলিঙ্গন করে বেড়ায়;
কোথাও এইটুকুও জায়গা পাবার যোগ্য নই।
তাই, এত ছোট মুখে ভালোবাসার মতো বড় কথা তোমাকে আমার না বলাই হয়ে গেল;
জানি, পৃথিবীর সবটা আকাশই একদিন-
আমার বুকে ভেঙে পড়বে!