নেকড়ের চোখে পৃথিবী দেখেছি
হায়নার চোখে মানুষ দেখেছি
শকুনের চোখে ভালোবাসা দেখেছি
গরীবের চোখে ঈশ্বর খুঁজেছি
বাবার চোখে আত্মসাৎ খুঁজে পাইনি
মার চোখে অভাব পেয়েছি
বিশ্বাসের চোখে-
নিকৃষ্ট মানবকেও সুখ পেতে দেখেছি
শয়তানের চোখে স্বাধীনতা দেখেছি
জীবনের চোখে নিজেকে দেখেছি
নিজের চোখে নিজেকে হারাতে দেখেছি
অবশেষে সিদ্ধান্ত নিলাম-
জীবন আর উপভোগই করবো না।
উপভোগের চোখে-
মানুষকে আমায় নিচে নামাতে দেখেছি!
নিচ থেকে অপলক চোখে-
নিজের ইচ্ছা, আকাঙ্ক্ষা আর
আত্মসমর্পণ ঝুলতে দেখেছি!!
তারপর, বলো-আমি আর কি কি দেখেছি?