তুমি রবে কলরবে
আমি হয়ে যাবো মিথ্যে!
এ আগুন আমায় বাঁচতে দেয় না,
এরা আমায় যেতে দেয় না!
এ আগুন আমায় বাঁচতে দেয় না,
এরা আমায় ছাড়তে দেয় না!
শুনেছি আমি,
এই দু’কান পাতি
পুড়ে যাওয়ার চিৎকার খানি!
যদি জীবিত পোড়াবে বলে-
এনেছ আমায়
তবে জন্ম দিয়েছো কেন
মিথ্যে আশায়?
যদি বিকল্প থাকে কিছু সহানুভূতির-
চাদরে মুড়িয়ে দাও সব স্মৃতি খানি।
আমি ঘুমিয়ে গেছি,
চাদরে মুড়িয়ে-
আগুনে পুড়ে-
আমি কাঠের বাক্সেও যেতে রাজি।
আমি দু’চোখ ভরে-
শুধু জায়গা খুঁজে।