সকাল হচ্ছে হচ্ছে প্রায়,
সকাল হলে তবুও দায়।
আমি কালের গর্ভে ধ্বংস প্রায়,
তবু সে আমায় মুছে দিতে চায়।
লগ্নে লগ্নে দিচ্ছে ডাক
আমি যাইনি কোথাও হয়েছে রাগ।
আলোতে যার হিংসে হয়,
সে মিথ্যে হলেও ধৈর্য্যে করেছে জয়।
আকাশ যদি হয় কাগজ-পাতা
তাতেও লেপ্টে আছে সাদা-কালো কত লতা।
শীর্ষে নেই নাম, শীর্ষে নেই নাম
মৃত্যু তবু শুধু একটি কথা।