হাজার মিথ্যার সত্য তুমি!
আমার সাদা-কালো জগতের রঙিন তুমি,
মায়া নাকি মোহ, নাকি লালসা কোনোটির মুখে পড়েই তোমাকে ভালবাসতে শুরু করিনি।
আমি ভালোবেসে তোমার চোখে হারিয়ে যেতে চাই।
আমি ভালোবেসে তোমার স্মৃতিতে থেকে যেতে চাই।
আমি ভালোবেসে তোমার মুখ হাসিতে ফুটে উঠাতে চাই।
আমাকে কি তুমি কাছে টেনে নিবে?
আমাকে কি তুমি তোমার মতো করে নেবে?
আমাকে কি তুমি তোমার কাছে রেখে দেবে?
আমাকে কি তুমি তোমার করে নেবে?
আমি তোমাকে বসন্তের শুরুতে-
গাছের সব পাতা ঝরে যাওয়ার পর যে শেষ পাতাটা গাছের ডগায় আলতোভাবে ঝুলে থাকে আর
মাটিতে পড়ার ঠিক পূর্ব মুহূর্তে সময় মরমরে পাতা আর মর্মরে সেই পুরনো ডালের গল্প,
পুরোনো ডালের অনুভূতি,
নরম ভালোবাসা-প্রাকৃতিক কথা তোমাকে শোনাতে চাই,
সে অনুভূতি গুলো তোমাকে দিতে চাই।
ঘুঘুর সেই মিষ্টি নরম সুরে আমি তোমাকে নিয়ে গান তুলতে চাই।
তুমি কি আমার পাশে থাকবে?
তুমি কি তোমার পথে চলার সাথী আমায় করে নেবে? জানো, আমি তোমায় নিয়ে দুচোখ বন্ধ করে কোনো এক নির্জন রাস্তায় তোমার হাত ধরে হাটতে চাই।