হে মুসলিম ভাই,
তুমি কিসে বিক্রি হলে?
নিজেকে প্রশ্ন করো
কিসে এত সুখ পেলে?
নিজেকে প্রশ্ন করো
তুমি কিসে নিজের পরিচয় ভুলতে চললে?
নিজেকে প্রশ্ন করো
কিসে তোমায় কবরকে ভুলিয়ে রেখেছে?
নিজেকে প্রশ্ন করো

মোহর নাকি পর্দা?-কিসে তোমায় এত দেরি করিছে?
নিজেকে প্রশ্ন করো
কুরআন, হাদিস?-কিসে তোমায় এত দূরে ঠেলে দিয়েছে?
নিজেকে প্রশ্ন করো
কার আশ্রয়ে তুমি তাকওয়া ভুলে যাও?
নিজেকে প্রশ্ন করো
আকিদা, ঈমান?-কিসে তোমায় এত দুর্বল করেছে?
নিজেকে প্রশ্ন করো
উম্মতে মুহাম্মদী?-কিসে তোমায় এত প্রাচুর্যে ডুবিয়েছে?
নিজেকে প্রশ্ন করো

কিসে তোমায় হৃদপিন্ডে আগুন পৌঁছানোর কথা ভুলিয়ে রেখেছে?
নিজেকে প্রশ্ন করো
কি ভয়ানক! কি ভয়ানক! কি অন্ধকার!
কি নীরবতা কিন্তু আজাব!
কিসে তোমার কাছে নিজের এত গুরুত্ব বাড়িয়ে দিলো?
নিজেকে প্রশ্ন করো
মানুষরূপী বন্ধুত্ব-ভালোবাসায় তোমার মন-
এখনো অতিষ্ঠ হয়ে ওঠে নি?
নিজেকে প্রশ্ন করো
আশরাফুল মাখলুকাত করে তোমাকে বানায়নি?
নিজেকে প্রশ্ন করো