বিরহ বিহনে সুখেরও কুশনে
তুমি কারে দাও ঠাই?
অজানা মননে প্রীতিরও ভুবনে
তুমিই বলো আর কারে কারে চাই?
আজ তার আকাশ ছুঁই-ছুঁই ভাবনা-
জমিনে লেগে থাকে তার জ্যোৎস্না,
তার চোখের ওই পলক যে আমায় আর চিনে না।
আজ বড্ড আবেগ নিয়ে আবার ভাবছি,
তাকে ডাকবো ডাকবো ভেবেছি
ডাকলেই যে সে ছাঁয়া হয়ে যায়।
সে যে বাড়িয়ে দিচ্ছে তৃষ্ণা
তাকে যে ছোঁয়ার কখনোই হয়নি চেষ্টা।
তাইতো অল্প অল্প ভালোবেসে,
আমি দেখিয়ে দিই শেষটা।
তবুও মন বলে- তোকে করতে হবে চেষ্টা।
তার আলতো আলতো স্পর্শ
কেন আজ অশ্রু অশ্রু ভাব নেয়?
আমার অশ্রুর রঙেতেই-
কেন শুধু তারই ঘ্রাণ মিশে যায়?