ভাবছি,কোনো একদিন হয়তো-
তুমি আমার বুকে মাথা রেখে;
আমার চোখে চোখ রাখবে
আর আমি তোমার মাথায়
সামান্য হাত বুলিয়ে,
কানে কিছুটা চুল ঘুচে দিয়ে বলবো,
"তোমাকে খুব সুন্দর লাগছে আজ।"
তোমার বাচ্চা-হরিণের মতো
কালো-কালো চোখের মায়ায় আমি ডুবি।
উফ্,আমার সর্ববিশ্বস্ত মানুষ নামক 'তুমি'
আর এই তোমার আঁচলের নরম ছায়ায়-
আমি আমার ক্লান্ত মাথা রেখে
ঘুমিয়ে যেতে চাই একশত-শতাব্দী।
আমাদের ভালোবাসা হবে না লিপ-ইয়ারের মতো,
হলে তা হবে নিত্যদিনের সন্ধ্যায়-
উদয়মান গাঢ় লাল আকাশের মতো।
সুদূর ছুঁয়েই যাও তুমি এ মন আমার,
আজও পাই নাই স্পর্শ তোমার।