তোমার কাজল মাখা চোখেতে
আমার রাত-তারার আকাশে
তোমার নীরব চোখের ভাষাতে
আমার আঙ্গুলে আঁকা ছবিতে
তোমার কালো চোখের মায়াতে
আমার পূর্ণিমা চাঁদের আলোতে
তোমার রঙিন কোনো আশাতে
আমার রাতজাগা কোনো স্বপ্নতে
তোমার রোদ ছাড়া কোনো আলোতে
আমার শিশিরভেজা ঘাসেতে
তোমার ফেলে রাখা কোনো রাজ্যে
আমার হারিয়ে যাওয়া কোনো কাব্যে
তোমার হারিয়ে ফেলা কোনো খাতাতে
আমার না লিখা কোনো কবিতাতে
তোমার অল্প অল্প আদরে
আমার না বলা কোনো কথাতে
তোমার ছবির কোনো রঙেতে
আমার ভাবনাহীন কোনো হাসিতে
তোমার কাছে আসার গল্পতে
আমার ভাষাহীন কোনো কাব্যতে
আমি তোমায় ভালোবাসি।