বারনারী ডাকিস আমায়! যতই বলিস౼
তবুও আমি মায়ের জাতি; শ্রদ্ধার মানুষ।
একটু ভেবে দেখ আজ, যতই তুই করাস চুপ
মনটা তোর পচা, গন্ধ, নষ্ট একটা অন্ধ কুপ।
দেখিস না তুই আবির সন্ধ্যায় জেল্লা সূর্য
মহাবিশ্বে জ্বলজ্বল করে টিপ আঁকিয়ে,
চলার পথে দীপ্ত ভোরে দেখায় সে পথ
আঁধার ভেঙ্গে আকাশ বুকে মন রাঙ্গিয়ে।
সবুজ গাঁয়ের লাল রঙটা স্বারক সূর্য
আমার ললাট সেই পতাকার বলছে গল্প,
গল্পটা আজ কোনো ভাবেই ছোট্ট নয়
স্বাধীনতায় এগিয়ে চলার পথ দেখায়।
যতই বলিস টিপটা আমার কালোছায়া
আমি বলি তোর মগজে সিজোফ্রেনিয়া।
গান-কবিতা-শিল্প ছাড়া জীবন তোর
বয়ে চলিস হিংসা চাপা আঁধার ঘোর।
দেখ না চেয়ে এখন কী আর সেদিন আছে;
আঁধার পথে আলোকবিহীন জীবন বাঁচে?
সময় থাকতে তোর বেলাল্লা বন্ধ কর;
কুমন্ত্রণা না বাড়িয়ে; নিজের মনকে নির্মল কর।