ভয় দিয়ো না সখী, ভয়ে কোন মুক্তি নেই
কষ্ট দিয়ো না সখী, কষ্টের কোন রূপ নেই।
চেয়ো না কিছু নিঃস্বের কাছে; নিরুপায় হবো
দিয়ো না অনেক বেশী; হাত পেতে রবো।
এতো কেন দেবে প্রেম; ছুঁতে হবে মরণ
অধরা বিরহ লয়ে হতে হবে বাউল চারণ।
যেয়ো না দূর হারায়ে, খুঁজে নাই পাবো,
হারালে, বাহানায় কার হাত ছোঁব?
বোলো না দূরে যাও, পেতে চাই অদৃশ্য মিলন;
হোক না তা শিরোনামহীন ললাটের লিখন।
১৪ জুলাই ২০১৭