তোমার কাছে একটা দুঃখ জমা রেখে,
সুখ গুলোকে জড়িয়ে ধরার ইচ্ছে ছিল।
তোমার হাতে একটা কষ্টের চিঠি দিয়ে,
ঘুমোঘোরে অনেক গল্প বলার ছিল।
আমায় ছেড়ে তুমি থাকো অন্য ঘরে;
ঘুমের হাতটা স্বপ্ন ছোঁয় না, দুঃখ মাখে।
জল পালঙ্কে শরীর যখন এপিঠ-ওপিঠ
বুনোহাস বিছানা গড়ায় নীল চাদরে।
প্রাসাদ ছাড়া রাজকুমারের প্রেমাশ্রমে;
রাতের গল্প একলা কাঁদে, একলা ঘুমায়;
রাতগুলো সব জমা রাখে নির্বাসনে।