ইদানিং আমি তোমার প্রেমহীন;
আমার মানব জীবন এখন
পতিত জলের মতো;
বাঁধহীন পিচ্ছিল গড়ায় অবিরত!
নালা, খানাখন্দ, পৃথিবীর ফাঁক-ফোকোরে
গড়াতে গড়াতে যদি পাতাল চিনে ফেলি;

হে শস্য বোনা মানবী−
তখন কোন বীজ করো না বপন;
আমার পতিত জলে
বিস্মৃত ফসল ফলে যাবে!